You have reached your daily news limit

Please log in to continue


দিনাজপুর যেন `আবর্জনার শহর'

প্রথম শ্রেণির পৌরসভা, বয়স দেড়শ’ বছর। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার ৩০ বছর পেরিয়ে গেলেও বাড়েনি নাগরিক সেবা। ফলে এই পৌরসভায় এখন যত্রতত্র দেখা মেলে ময়লা-আবর্জনা। এতে নষ্ট হচ্ছে স্বাভাবিক সুস্থ পরিবেশ। পচা দুর্গন্ধে বায়ুদূষণ হচ্ছে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পৌরবাসী।

১৮৬৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর পৌরসভা। আয়তন ২৪ দশমিক ৫০ বর্গ কিলোমিটার। যা গঠিত ৭৪টি এলাকা নিয়ে। প্রায় দেড়শ’ বছরের পুরনো এই পৌরসভার জনসংখ্যা সাড়ে ৩ লাখ। এখানে রয়েছে ১৬টি কলেজ, ২৪টি উচ্চ বিদ্যালয়, ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০টি কিন্ডারগার্টেন স্কুল, ৪৫টি মাদরাসা, ১৪৮টি মসজিদ, ২৪টি মন্দির এবং চারটি গির্জা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন